বন্যায় তলিয়ে যাওয়া স্কুলমাঠে নৌকা বাইচ!

বন্যায় তলিয়ে যাওয়া স্কুলমাঠে চলছে ব্যতিক্রমী নৌকা বাইচ করোনার কারণে বন্ধ স্কুল, বন্যার পানিতে টইটম্বুর স্কুল মাঠ। তাই বন্ধ রয়েছে খেলাধুলা। আর এ সময়টাতেই আনন্দ-ফূর্তির অংশ হিসাবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের যুবকরা এক ব্যতিক্রমী নৌকা বাইচের আয়োজন করে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে কাশিয়ানী উপজেলার পারুলিয়া স্কুল মাঠের পানিতে ব্যতিক্রমী এ নৌকা বাইচের অংশ নেয় স্থানীয় ২৫-৩০টি ডিঙি নৌকা। একে অপরকে হারিয়ে দেওয়ার চেষ্টায় গোলবারের ভেতর দিয়ে নৌকা নিয়ে যায় তারা। এ নৌকা বাইচ দেখতে মাঠের চারপাশে দর্শনার্থীদের ভীড় ছিল লক্ষণীয়। করোনা আতঙ্ক আর বন্যার মাঝেও কিছুটা সময় আনন্দে কাটান গ্রামবাসী।

বাইচ দেখতে আসা গ্রামবাসী জানান, করোনাকালে মানুষজন সেভাবে বাইরে বের হতে পারেন না। তাছাড়া বন্যার পানিতে গ্রামের বেশির ভাগ এলাকাই তলিয়ে গেছে। সেই সঙ্গে তলিয়ে গেছে স্কুল মাঠও। সময় কাটাতে এবং আনন্দ উপভোগ করতেই এলাকার যুবকরা স্থানীয় ডিঙি নৌকা নিয়ে এ বাইচের আয়োজন করে। তারা যেমন উপভোগ করেছে, আমরাও তেমনি আনন্দ পেয়েছি।