বাস চাপায় বৃদ্ধার মৃত্যু

Narayanjangনারায়ণগঞ্জে বিআরটিসি বাসের চাপায় আহত এক পথচারী বৃদ্ধার মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পথে। মঙ্গলবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের দুই নং রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, দুপুরে শহরের দুই নং রেলগেট এলাকায় পথচারী ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। শহরের মণ্ডলপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। পঙ্গু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, ওই বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।