ছাঁটাইয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আমেনা গার্মেন্টসের শ্রমিকরা। লকডাউন উপেক্ষা করে রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত মাসদাইর গাবতলী অংশে শতাধিক শ্রমিক ছাঁটাই না করার দাবিতে এই বিক্ষোভ করেন।
এদিকে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে প্রায় দুই ঘণ্টার মত যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা শেষে পরিস্থিতি শান্ত করে। পরে দুপুর একটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া বলেন, আমেনা গার্মেন্টসে কিছু শ্রমিক চুক্তিভিত্তিতে কাজ করেন। এই শ্রমিকদের তখনই তারা নিয়োগ দেন যখন তাদের কাজ থাকে। এর মধ্যে কিছু শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল জানুয়ারি-ফেব্রুয়ারিতে। পরবর্তীতে তাদের বেতন পরিশোধ করে কাজ না থাকায় মার্চ মাস থেকে ছাঁটাই করে দেয়। সম্প্রতি গার্মেন্টটি নতুন করে কাজ চালু করে। স্থায়ী শ্রমিকদের কিছু শ্রমিক সেখানে কাজ করছিল। এ খবর পেয়ে চুক্তিভিত্তিক শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে তাদেরকে কাজে নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে।
তিনি শ্রমিকদের বরাত দিয়ে আরও বলেন, শ্রমিকরা মানবিক দিক বিবেচনা করে মালিক পক্ষের কাছে দাবি করেছেন এই পরিস্থিতিতে তাদের যাতে ছাঁটাই না করা হয়। সরকার যে প্রণোদনা দিয়েছে সে ভিত্তিতে তাদের এপ্রিল মাসের বেতন যাতে মালিকপক্ষ দিয়ে দেয় এবং পুনরায় তাদের কাজে নেয়।
তিনি জানান, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে এ ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়। মালিকপক্ষ তাদের তালিকা বিকেএমইএ’তে পাঠাবে। সেখানে যদি বিষয়টি অনুমোদিত হয় তবে শ্রমিকদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে। মালিকপক্ষের এমন আশ্বাসে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে চলে যায়।
ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবির ব্যাপারে আশ্বস্ত করলে শ্রমিকেরা সড়ক থেকে চলে যায়। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।