নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য জানান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৯ ডিসেম্বর সোমবার ভোরে নজরপুরের আলীপুরায় আধিপত্য বিস্তারের ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন টেঁটাবিদ্ধসহ আট জন আহত হন। ওই ঘটনার পরদিন নরসিংদী মডেল থানায় দুইপক্ষের দুই জন বাদী হয়ে ২৪ জনকে আসামি করে দুটি মামলা করেন। এর একটি মামলার তদন্ত করতে শুক্রবার বিকালে সঙ্গীয় ফোর্সসহ আলীপুরা গ্রামে যান নরসিংদী মডেল থানার উপপরিদর্শক রুহুল আমিন।
এ সময় শহর বানু ওই গ্রামের কামাল মেম্বার নামের একজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এতে ক্ষুব্ধ হয়ে কামাল মেম্বারের পক্ষের ৭/৮ জন দুর্বৃত্ত পুলিশ চলে গেলে শহর বানুর বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তার গলায় ও কপালে ক্ষুর দিয়ে আঘাত করা হয়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, আধিপত্য বিস্তারের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।