গাজীপুরে দুই হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক

আটক দুইজন (ছবি– প্রতিনিধি)

গাজীপুর মহানগরের ভোগড়া থেকে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার (৭ অক্টোবর) দিনগত রাত ২টায় ভোগড়ার বর্ষা সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো– ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সাইদুর ইসলাম (৩০) ও সখিপুর উপজেলার সাফিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে হারুন মিয়া (৩৪)।

লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি, কক্সবাজার থেকে এসএ পরিবহনের মাধ্যমে ইয়াবার একটি বড় চালান গাজীপুরের ভোগড়া এলাকায় আসছে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অবস্থান নিয়ে এসএ পরিবহনের অফিসের সামনে অভিযান চালিয়ে দুই কারবারিকে আটক করেন। এসময় তাদের সঙ্গে থাকা দুইটি নতুন ওয়াশিং মেশিনের ভেতর থেকে ১৮ হাজার ৭০০ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে চোরাইপথে বিদেশ থেকে ইয়াবা আমদানি করে কুরিয়ার সার্ভিস ও এসএ পরিবহনের মাধ্যমে চট্টগ্রাম, কক্সবাজার থেকে গাজীপুরে নিয়ে এসে বিক্রি করে আসছিল।