ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন





ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিকভাবে চলছে যানবাহনঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। এ রুটে কোনও যানজট নেই। তাই, ঈদ উপলক্ষে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন।

শুক্রবার (৩১ মে) দুপুরে টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকায় ঘুরে কোথাও যানজট দেখা যায়নি। তবে ভোরে কিছুটা যানজট হলেও পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় দ্রুতই তা স্বাভাবিক হয়। কর্মস্থলে কাজ শেষ করে ঈদের ছুটিতে বৃহস্পতিবার (৩০ মে) রাত থেকেই অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিকভাবে চলছে যানবাহনবঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘মহাসড়কের কোথাও যানজট নেই। গাড়ি স্বাভাবিক গতিতেই চলাচল করছে। আশা করি, এবার ঘরমুখো মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরতে পারবেন।’