ধামরাইয়ে প্রিজাইডিং অফিসার আটক

আটকসাভারের ধামরাইয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার আবুল বাশার বাদশাকে আটক করেছে পুলিশ। রবিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে কান্দাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক প্রিজাইডিং অফিসার ধামরাই এলাকার আমসিমুর সেসিব মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাটুরিয়া উপজেলার নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান বলে জানা গেছে।
সূত্র জানায়, রবিবার সকাল থেকে ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। তবে বেলা ১১টার মধ্যে তেমন ভোটার উপস্থিতি না থাকলেও ১ হাজার ৮৯১ ভোটের মধ্যে ৬শ’ ভোট কাস্ট হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার শাহা ওই কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি না পেয়ে এতো ভোট কাস্ট হওয়ায় সন্দেহ করেন। এসময় তিনি ব্যালট পেপারের মুড়িতে সাক্ষর না পাওয়া ও পোলিং অফিসার ও বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন অনুপস্থিত ছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর অভিযোগ রয়েছে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রে প্রনব কুমার শাহ বলেন, ‘উপজেলা পরষিদ নির্বাচনে কান্দাপটল স্কুলে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’