বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জে মোস্তফাগঞ্জ সেতুর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘একটি-দুইটি স্প্যান বসাতেই যা সময় লাগছে। এরপর আর এতো সময় লাগবে না। সাত-আটদিন পর পর স্প্যান বসানো যাবে। এভাবে ৩৯টি স্প্যান বসবে। কাজেই যথাসময়ে কাজ শেষ হওবার বিষয়ে আমরা আশাবাদী।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এই দেশে ১৯৭৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল। যারা আজ বড় বড় কথা বলে, ক্ষমতায় থাকাকালে তারা কী করেছে? মুন্সীগঞ্জে ৭৬টি বেইলি ব্রিজের মধ্যে একটিও সেতু তৈরি করেনি। কোনও প্রকল্প হাতে নেয়নি। আমরা, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ৭৬টি ব্রিজের মধ্যে ৫টির কাজ শেষ করে চলাচলের জন্য উদ্বোধন করেছি। আগামী জুন মাসের মধ্যে আরও ২১টি ব্রিজের নির্মাণকাজ শেষ করবো।’
মন্ত্রী আরও বলেন, ‘এখনও এমন অনেক ব্রিজ আছে কখন যে ভেঙে পড়ে বলা মুশকিল। তবে এই সরকারের মেয়াদকালেই অধিকাংশ ব্রিজের কাজ সমাপ্ত করবো। ২০২০ সালের জুনের পর আর কোনও বেইলি ব্রিজ থাকবে না।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রেসিডিয়াম বৈঠকে একজন আগ্রহী প্রার্থীকে নিয়ে আলোচনা করেছেন। আমাদের একটি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আছে যার চেয়ারপারসন শেখ হাসিনা। তার সভাপতিত্বে আমাদের ১৮ সদস্যের মনোনয়ন বোর্ড বসবে আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য। নির্বাচনের শিডিউল ঘোষণার পরপরই আমরা রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লায় যেভাবে মনোনয়ন দিয়েছি সেভাবেই স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন ঘোষণা করবো।’