গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩২ জন। সোমবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাসের যাত্রী কাশিয়ানী উপজেলা সদরের আমীর আলী (৭০)ও নড়াইল জেলার কালিয়া উপজেলার জয়নগর গ্রামের খাদিজা বেগম (৬০) এবং বাসচালক গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের হিটলার শেখ (৩৫)।
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বাসচালকের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনের লাশ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক নিয়ামূল হুদা জানান, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে তিলছাড়ায় ঢাকাগামী তরকারিবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন আহত হয়। কাশিয়ানী হাসপতালে নেওয়ার পর নারীসহ তিনজনের মৃত্যু হয়।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন জানান, এখানে ১৩ জন ভর্তি হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/বিটি/