চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার তিন শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) রাতে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার তিনজন হলেন- রংপুর তারাগঞ্জের রফিকুল ইসলামের ছেলে ও ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক গোলাম রাব্বি (২২), ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামালপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে ও কিতাব বিভাগের শিক্ষক মো. নুরুল ইসলাম (২৪) এবং উপজেলার ভূজপুর থানার রোসাইংগোনার মো. শফিউল আলমের ছেলে পেয়ারুল ইসলাম (১৯)।

ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এতে তিন শিক্ষককে আসামি করা হয়েছে। ধর্ষণের শিকার ১২ বছর বয়সী শিশুটির বাড়ি ফটিকছড়ি উপজেলায়।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত শুক্রবার রাতে দুজন শিক্ষক মিলে মাদ্রাসার ভেতরে শিশুটিকে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এরপর দুইদিন ধরে আরেক শিক্ষক তাকে একাধিকবার ধর্ষণের চেষ্টা করে। শিশুটি সহ্য করতে না পেরে রবিবার বাড়িতে গিয়ে এ ঘটনা জানায়।

সোমবার বিকালে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফটিকছড়িতে এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় তিন শিক্ষককে আসামি করা হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আমরা তিন শিক্ষককে গ্রেফতার করেছি।’