২২ বছর আগে চুরি করা মোটরের টাকা মালিককে ফেরত দিলেন চোর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের টিঅ্যান্ডটি সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২০০৩ সালে একটি পানি তোলার মোটর চুরি হয়। দীর্ঘ ২২ বছর পর সেই চোর অনুশোচনা করেছেন। মোটর বিক্রির দুই হাজার টাকা মালিককে ফেরত দিয়েছেন।

ওই বাড়ির বাসিন্দা ইফরান মোর্শেদ বলেন, আজ থেকে ২২ বছর আগে ২০০৩ সালে আমাদের টিঅ্যান্ডটি সংলগ্ন নতুন বাড়ি করার সময় পানির মোটর চুরি হয়। ওই চোর মোটর নিয়ে যাওয়ার সময় আরেকজন ছেলে দেখে ফেলায় তখন চোর ছেলেটাকে ভাগ দেবে বলে চুপ করিয়ে দেয়। পরে দুই জনে মিলে এক হাজার টাকা করে ভাগ করে নেয়।

তিনি বলেন, গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বাড়ির পাশের এক মাদরাসার হুজুর ও আমার এক বড় ভাইকে সে এসব ঘটনা খুলে বলে। নিজের অনুশোচনার কথা জানায়। হুজুরের কাছ থেকে এর পরিত্রাণ জানতে চায়। হুজুর মোটর বিক্রির টাকা ফেরত দিতে বলেন। ভাই তখন টাকাটা নিতে চাননি। হুজুরের পরামর্শে টাকাটা তিনি নেন ও টাকাটা মসজিদে দান করার সিদ্ধান্ত হয়।

চোর বাড়ির আশপাশেই থাকেন জানিয়ে তিনি বলেন, সে এখন এই পথে নেই। ভালো হয়ে গেছে। সৎ পথে চলার চেষ্টা করছে।