বাংলাদেশে কোনও সংখ্যালঘু নির্যাতন হয় না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‌‘বাংলাদেশে কোনও সংখ্যালঘু নির্যাতন হয় না, যদি কেউ হয়ে থাকে তাহলে তা রাজনৈতিক কারণে হয়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এদেশের সংখ্যালঘু সম্প্রদায় অনেক ভালো আছেন।’

রবিবার (২০ এপ্রিল) রাতে রাঙামাটি সরকারি কলেজ মাঠে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম, এ বিষয়ে জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কে কোন বিষয়ে সংস্কার চায় না, সেটি প্রতিবেদন আকারে ছাপিয়ে জনগণের কাছে দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। আমরা যে সংস্কার প্রস্তাব করলাম, সেটি জনগণ গ্রহণ না করলে বাস্তবয়ন হবে না। যেগুলো গ্রহণযোগ্য সেগুলো বাস্তবায়ন করা হবে। যদি সংশোধন করা লাগে সরকার
সেটি করবে। সংস্কার কমিশনের যেসব ধারা কারও ইচ্ছে অভিপ্রায়ের পরিপন্থি সেগুলো বিবেচনা করা হবে। আমরা গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাসী। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। আমরাও একটি রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছি। জনগণের চাহিদা যেদিকে হবে সরকার সেটি বিবেচনায় নেবে।’

বান্দরবানের থানচির তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় স্থানীয়দের সঙ্গে জলকেলিতে আরাকান আর্মির পোশাক পরিহিত যুবকদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিষয়টি বাংলাদেশ সরকার ও সীমন্ত রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছে। পরারাষ্ট্র মন্ত্রণালয় এটি মনিটরিং করছে, যখন যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন হবে, তা নেবে পরারাষ্ট্র মন্ত্রণালয়।’