চট্টগ্রাম নগরীর খালের নালায় পড়ে নিখোঁজ ছয় মাসের শিশু সেহরিসকে উদ্ধার করা হয়েছে। প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (১৯ এপ্রিল) চাকতাই খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নগরীর চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশে ওই শিশু, তার মা ও দাদি অটোরিকশা উল্টে হিজরা খালের নালায় পড়ে যায়। পরে মা ও দাদিকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় ছয় মাসের শিশু সেহরিস। এরপর থেকেই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল্লাহ জানান, শনিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে চাক্তাই খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে শিশুটির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, দুর্ঘটনার পর রিকশাচালক পালিয়ে যায়। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।
খবর পেয়ে শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি উদ্ধার কার্যক্রম তদারকি করেন। নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারলে সিটি করপোরেশনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে। এর আগে চসিকের পরিচ্ছন্ন কর্মী ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
শিশুটির মামা মারুফ জানান, আসাদগঞ্জ থেকে সেহরিসকে নিয়ে তার মা ও দাদি তার বাসায় বেড়াতে এসেছিল। বাড়ির কাছে এসে রাস্তায় পানি থাকায় রিকশা নেয় তারা। কিন্তু নালার পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলার কারণে তারা রিকশা নিয়ে নালায় পড়ে যায়। পরে সেহরিসের মা সালমা ও দাদি আয়েশাকে উদ্ধার করা গেলেও সে হারিয়ে যায়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, নিখোঁজ শিশুটির লাশ আজ সকালে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামে যাতে এ ধরনের ঘটনা না ঘটে চসিকের পক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।