চট্টগ্রামে রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ হয়েছে ছয় মাস বয়সী এক শিশু। এ সময় নালায় পড়ে আহত হন শিশুটির মা। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নগরীর চকবাজার থানাধীন কাপাসগোলায় নবাব হোটেলের পাশের নালায় ব্যাটারিচালিত একটি রিকশা উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নুরুল আমিন মুন্না নামে স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী জানান, ব্যাটারি রিকশায় করে যাওয়ার সময় হঠাৎ গাড়িটি উল্টে যায়। এ সময় মাসহ শিশুটি পাশের নালায় পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন মাকে উদ্ধার করলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে গেছে। বৃষ্টির কারণে তখন নালায় স্রোত ছিল।
নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিসসহ সিটি করপোরেশনের টিম। ঘটনাস্থলে গেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেয়র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রিকশা করে যাওয়ার সময় রিকশা উল্টে এক শিশুসহ তার মা নালায় পড়ে যায়। পরে শিশুটির মাকে উদ্ধার করা গেলেও শিশুটিকে উদ্ধার করা যায়নি। আমি ঘটনাটি শুনেই ছুটে এসেছি। আমরা চাই শিশুটিকে দ্রুত উদ্ধার করতে।’
চন্দনপুরা ফায়ার স্টেশনের লিডার অলোক চাকমা বলেন, ‘একটি শিশু নালায় পড়ে নিখোঁজ হয়েছে। আমরা শিশুটিকে উদ্ধারে কাজ করছি। এখনও উদ্ধার করা যায়নি।’