লক্ষ্মীপুরে ‘নুর জাহান’ নামক একটি কোম্পানির চালের বস্তা বদল করে তীর কোম্পানির বস্তায় ভরে প্রতারণার দায়ে নাজমুল হাসান (১৯) নামে এক চাল ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১ টার দিকে সদর উপজেলার জকসিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
এদিন সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে জকসিন পূর্ব বাজারের নাজমুল হাসানের চালের গোডাউনে অভিযান চালায় সেনাবাহিনী।
দণ্ডপ্রাপ্ত নাজমুল বাঙাখাঁ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নাজমুল হাসান চাল, চিনি, তেলসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করেন। জকসিনসহ আশপাশের বাজারের দোকানগুলোতে পণ্য সরবরাহ করে সে। তবে সাধারণ মানের পণ্য ক্রয় করে বিভিন্ন নামীদামি ব্যান্ডের মোড়ক বা প্যাকেটে ব্যবহার করে সেগুলো বাজারে সরবরাহ করতো। এতে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। বৃহস্পতিবার সে ১৪ টন চাল (২৮০ বস্তা) জেলা শহরের দক্ষিণ তেমুহনীর একটি আড়ত থেকে নুরজাহান কোম্পানির চাল ক্রয় করে। চালবাহী ট্রাকটি জকসিন পূর্ব বাজারে রেখে সে ট্রাকের মধ্যেই চালের বস্তা বদল করে তীর কোম্পানির বস্তায় ঢুকায়। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে নাজমুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা বলেন, ‘অধিক মুনাফা লাভের আশায় ৫০ কেজি ওজনের নুরজাহান কোম্পানির ২৮০টি চালের বস্তা পরিবর্তন করে তীর কোম্পানির চালের বস্তা ব্যবহার করে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রতিশ্রুত পণ্য ভোক্তাদের সরবরাহ না করায় এবং বস্তা পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত নাজমুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, এনএসআই ও উপজেলা খাদ্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।’