ফেনীর দাগনভূঞার তোহা বাজার ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে আটক করে যৌথবাহিনী।
এর আগে, আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে দাগনভূঞা পৌর শহরে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই গ্রুপের সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র, লাঠি-সোঁটার বিশেষ মহড়া দেখা যায়। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এসময় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর তাৎক্ষণিক যৌথবাহিনী অভিযান চালিয়ে বাজারের বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে আটক করে।
সোনাগাজী–দাগনভুঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তছলিম উদ্দিন বলেন, ‘দাগনভুঞা বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির আকবর ও ফটিক এই দুপক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজন আটক করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’