প্রশ্নবিদ্ধ নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতা আসবে: ফয়জুল করীম

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না। যারা চাঁদাবাজি করে তাদের আর ক্ষমতায় আনা যাবে না। প্রশ্নবিদ্ধ কোনও নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতা আসবে।’

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম আরও বলেন, ‘ইউনূস সরকার নির্বাচনকালীন সময়ে প্রয়োজনীয় সংস্কার না করে যদি নির্বাচন আয়োজন করে, তবে সেটি হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন। প্রশ্নবিদ্ধ কোনও নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতা আসবে। আগে তাই সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে। পরে হবে জাতীয় নির্বাচন।’

তিনি বলেন, ‘বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না। আমাদের দরকার সৎ, ইমানদার ও দেশপ্রেমিক নেতৃত্ব, যারা দেশের কল্যাণে কাজ করবে, জনগণের পাশে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন নেতৃত্ব গঠনে কাজ করে যাচ্ছে।’

সম্মেলনে উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোখলেছুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইউনুস খান, শ্রমিক আন্দোলনের সহসভাপতি মাওলানা আবুল বাশার, থানা জয়েন্ট সেক্রেটারি মাওলানা কাওসার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. মাঈনউদ্দিন চিশতিসহ থানা ও স্থানীয় নেতারা।