চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মুসলিম উদ্দিন (৪০)। তিনি মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার বাইরে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে। হামলায় গুরুতর আহত হন মুসলিম উদ্দিন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী বলেন, ‘বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল মুসলিম উদ্দিন। সন্ধ্যা ৬টার দিকে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘মুসলিম উদ্দিন নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহতের লাশ হাসপাতালে রাখা আছে।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুসলিম উদ্দিন নামে এক ব্যক্তিকে কে বা কারা ছুরিকাঘাতে খুন করেছে। পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’