রিসোর্টে কিশোরীকে ধর্ষণ ও অপহরণের ঘটনায় দুজন গ্রেফতার

বান্দরবানের লামা উপজেলার শিলেরতুয়া এলাকা থেকে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও অপহরণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে লামা পৌরসভার শিলেরতুয়া মুইংতং রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- লামা পৌরসভার পশ্চিমপাড়া এলাকার জসিমের ছেলে মাহি (১৮) ও একই পৌরসভার শিলেরতুয়া নয়াপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে হাসান মাহমুদ (২২)।

জানা যায়, গ্রেফতার মাহি গত মঙ্গলবার (৮ এপ্রিল) রিসোর্ট মালিক হাসান মাহমুদকে ফোন দিয়ে লামার শি‌লেরতোয়া মুইংতং রি‌সো‌র্টে এক‌টি রুম বুকিং দেয়। পরে গতকাল বুধবার  ১২টার দিকে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে লামা বাজার থেকে মাহির আগে থে‌কে বুকিং দেওয়া ওই রি‌সো‌র্টে নিয়ে যায়। পরে রিসোর্ট মালিকের সহযোগিতায় স্থানীয় শুভ ও ইফাত না‌মে দুই যুবকসহ অজ্ঞাতনামা আরো কিছু যুবক রুমে ডুকে মাহি ও কিশোরীরে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে। প‌রে তাদের ওই রুমে আটকে রেখে মারধর করে ও মু‌ক্তিপণ দাবি করে। জান‌তে পে‌রে পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং প্রেমিক মাহিসহ রিসোর্ট মালিককে গ্রেফতার করে।

কিশোরীর মা বলেন, ‘বুধবার দুপুর ১২টার দিকে আমার মেয়ে লামা বাজারে আসার পর মেয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। প‌রে আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজ করার পরও তা‌কে পাওয়া যায়নি। পরে রাতে মেয়ের ফোন থেকে একটা ফোন আসে। তখন ফোনে কিছু যুবক জানায়, আমার মেয়ে তা‌দের কাছে আটক আছে এবং ছাড়া‌তে ৫০ হাজার টাকা দাবি ক‌রে। নাহ‌লে আমার মেয়ের আপত্তিকর ছ‌বি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেবে। তখন কোনও উপায় না পেয়ে লামা থানায় হাজির হয়ে ঘটনাটি বলার পর মুইংতং রিসোর্ট থেকে আমার মেয়েকে উদ্ধার করে পু‌লিশ। প‌রে আমি বাদী হয়ে ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে লামা থানায় একটি মামলা ক‌রি।’

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা করা হয়েছে। এজাহারভুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য আসামিদেরও গ্রেফতার করা হবে।’