বান্দরবানের লামার সরইয়ের লেমুপালং এলাকায় ৯ তামাক চাষিকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তাদেরকে সরইয়ের লেমুপালং এলাকার তামাক ক্ষেত থেকে অপহরণ করা হয়।
এর মধ্যে দুই জনের পরিচয় মিলেছে। তারা হলেন- আমিন ও ভুট্টো। অন্য সাত জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, আমিন ও ভুট্টো মূল চাষি। তাদের অধীনে আরও সাত শ্রমিক কাজ করতো। সোমবার গভীর রাতে সরইয়ের লেমুপালংয়ের নিজ বাগান থেকে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।
বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কায়ছার বলেন, বান্দরবানের সরইয়ে তামাক শ্রমিকদের অপহরণের খবর পেয়েছি। তবে কারা অপহরণ করেছে তা স্পষ্ট নয়। তাদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে একই এলাকা থেকে ১ ফেব্রুয়ারি রাতে সাত তামাক শ্রমিক ও লামার ফাসিয়াখালী থেকে ১৫ ফেব্রুয়ারি ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা।