চট্টগ্রাম বন্দরে বহিঃনোঙরে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি হওয়া ৬০০ লিটার পেইন্টসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএম শাকিব মেহেবুব এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (৭ এপ্রিল) বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে অবস্থানরত একটি কার্গো জাহাজে বন্দরের কয়েকজন শ্রমিক কাজ করতে গিয়ে কৌশলে ৬০০ লিটার পেইন্ট চুরি করে পালিয়ে যায়। জাহাজের ক্যাপ্টেন বাংলাদেশ কোস্টগার্ডকে বিষয়টি জানান।
এর পরিপ্রেক্ষিতে রবিবার (৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ বিসিজিএস তামজীদ চট্টগ্রাম বহিঃনোঙর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পাঁচ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আনোয়ারা এলাকা থেকে ৬০০ লিটার পেইন্ট উদ্ধার করা হয়।
আটক পাঁচ জন হলেন- ইয়াসিন (২৭), ইমন (২৬), বিপ্লব (২৪), আজাদ (২৫) ও আলমগীর (২৭)। তারা চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালী জেলার বাসিন্দা।