জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া বলেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ছলচাতুরীর মাধ্যমে কেবল নির্বাচন দিয়ে তরুণ প্রজন্মকে দমিয়ে রাখা যাবে না। পরিবারতন্ত্রের পরিবর্তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন বাংলাদেশ পরিচালিত হবে। চাঁদাবাজের পরিবর্তে আইনের শাসন নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান যে সুযোগ করে দিয়েছে, তা কোনোভাবেই ব্যর্থ হতে দেবো না আমরা।’
শনিবার (২৯ মার্চ) বিকালে চাঁদপুর প্রেসক্লাবে জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে জুলাই-আগস্টে শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং এতিমদের নিয়ে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
মিরাজ মিয়া বলেন, ‘ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান করেছিল, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রাখবে এনসিপি। আমরা কোনও রাজনৈতিক দলের কাছে আর প্রতারিত হতে চাই না। নির্বাচন এবং সংস্কার পরস্পর বিরোধী নয়। বরং সংস্কারই নির্বাচনের মেন্ডেট দেবে। শুধুমাত্র কোনও রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দেওয়ার জন্য জুলাই বিপ্লব হয়নি। তাই আগে খুনিদের বিচার, রাষ্ট্র সংস্কার এবং তারপর নির্বাচন।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।