বঙ্গবন্ধু সৈনিক লীগের দীঘিনালা উপজেলা সভাপতি গ্রেফতার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে দীঘিনালা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. সেলিমকে (৪০) গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার কাঁঠালতলী এলাকার শাহ আলমের ছেলে।

তাকে এক বিএনপি নেতাকে মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় আসামি হিসেবে দেখানো হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে তোলা হবে বলে নিশ্চিত করেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।

তিনি বলেন, ‘দীঘিনালা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।’