ছিনতাই শেষে অপহরণের চেষ্টা, তিন ডাকাতকে পুলিশে সোপর্দ

কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে মেরিন ড্রাইভ সড়কে সিএনজিচালিত গাড়ি গতিরোধ করে গাড়িতে থাকা যাত্রীদের ছিনতাইয়ের পর অপহরণের চেষ্টাকালে ৩ ডাকাত সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটক ডাকাত সদস্যরা হলো- টেকনাফ সদরের দরগারছড়া এলাকার মো. রাকিব (২৪), একই ইউনিয়নের হাতিয়ার ঘোনা ৩নং ওয়ার্ড এলাকার মো. রুবেল (৩০) ও টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ৪নং ওয়ার্ড এলাকার ওমর ফারুক (২৭)।

শনিবার (২২ মার্চ) দুপুরে টেকনাফ সদরের মুন্ডার ডেইল এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন।

সিএনজি গাড়িতে থাকা ভুক্তভোগী নারী খুরশিদা বেগম বলেন, একটি মোটরসাইকেলে থাকা ৩ জন লোক আমাদের সিএনজিকে ধাওয়া করে। একপর্যায়ে গিয়ে আমাদের গাড়িটি গতিরোধ করে টাকাপয়সা ছিনিয়ে নেয়। টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার পর আমাদের অপহরণের চেষ্টা করে এমন সময় আমরা চিৎকার করলে এখানকার স্থানীয়রা এসে ওই তিন ডাকাতকে ধরে ফেলেন। পরে পুলিশ এসে ওই ডাকাতগুলোকে থানায় নিয়ে যায়।’

টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, মেরিন ড্রাইভ সড়কে সিএনজি গাড়ি গতিরোধ করে ছিনতাই শেষে অপহরণ করার চেষ্টাকালে ওই এলাকার স্থানীয়রা ৩ জন ডাকাত সদস্যকে আটক করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। পরবর্তীতে ৩ জন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় ডাকাত সদস্যদের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’