ঈদের পোশাকের জন্য টাকা চেয়ে না পেয়ে অভিমানে কিশোরের আত্মহত্যার অভিযোগ

পবিত্র ঈদুল ফিতরের জন্য নতুন পোশাক কিনতে ছয় হাজার টাকা না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে ইউসুফ হোসেন ফাহিম (১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পরিবারের লোকজন কোনও ধরনের অভিযোগ নেই মর্মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করেন এবং আবেদনটি গ্রহণ হওয়ায় লাশটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এর আগে বুধবার রাতে লাশটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

ফাহিম চাঁদপুর পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড মির্জাপুর গ্রামের প্রবাসী আলী হোসেন টেলু গাজীর ছেলে।

স্থানীয় ও পরিবারের স্বজনরা জানান, পবিত্র ঈদুল ফিতরে নতুন পোশাক কেনার জন্য মা পারভিন বেগমের কাছে ৬০০০ টাকা চায় ফাহিম। রাত বেশি হয়ে যাওয়ায় টাকা না দেওয়ায় তারাবির নামাজ পড়ে ঘরে এসে মায়ের সাথে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দেয় ফাহিম।

পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় ফাহিমকে দেখতে পেয়ে তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবহিত করলে থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন কোনও ধরনের অভিযোগ নেই মর্মে বিনা ময়নাতদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন। পরে আবেদনটি গ্রহণযোগ্য হওয়ায় পরিবারের স্বজনরা লাশটি দাফনের জন্য বাড়ি নিয়ে যান।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের লোকজন কোনও ধরনের অভিযোগ নেই মর্মে বিনা ময়নাতদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন। পরে আবেদনটি গ্রহণযোগ্য হওয়ায় পরিবারের স্বজনরা লাশটি দাফনের জন্য বাড়ি নিয়ে যান।