খাগড়াছড়িতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার তবলছড়ি এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম রাকিবুল হাসান চৌধুরী রকি। তিনি তবলছড়ি গ্রিনহিল কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং একই এলাকার আওয়ামী লীগের নেতা মুকবুল আহাম্মদ চৌধুরীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। 

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তবলছড়ি এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার কর হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। রবিবার তাকে আদালতে তোলা হবে।