রাঙামাটিতে টিসিবির কার্ড ছাড়া পণ্য পাচ্ছেন সাধারণ মানুষ

রমজান উপলক্ষে টিসিবির কার্ড বা এনআইডি কার্ড ছাড়াই চার ধরনের পণ্য ট্রাক সেল থেকে কিনতে পারছেন সাধারণ মানুষ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে রাঙামাটি শহরের পাঁচটি পয়েন্টে প্রতি প্যাকেজ ৪৫০ টাকা হারে পণ্য বিক্রয় করা হচ্ছে। এতে একজন ভোক্তা দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি ও এক কেজি ছোলা পাচ্ছেন।

জেলা প্রশাসন সূত্র থেকে জানা গেছে, প্রতিটি পয়েন্টে প্রথম ৪০০ জন ভোক্তা পণ্য ক্রয় করতে পারবেন। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ২২ মার্চ পর্যন্ত এ ট্রাক সেল কার্যক্রম চলমান থাকবে। প্রতিদিন পাঁচটি করে জেলা শহরের সর্বমোট ১৫টি পয়েন্টে এই বিক্রয় কার্যক্রম চলবে।

এসব কার্যক্রম পরিদর্শন করেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা। তিনি জানান, অনেক নিম্ন আয়ের মানুষের টিসিবি কার্ড নেই, তারা ছাড়াও সকলে প্রথম ৪০০ জন ভোক্তা পণ্য ক্রয় করতে পারবেন। সুষ্ঠুভাবে এই কার্যক্রম প্রথম দিন শেষ হয়েছে।

শৃঙ্খলা না থাকায় পণ্য পেতে ভোগান্তি অভিযোগ পণ্য কিনতে আসা সাধারণ মানুষের। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর পণ্য পেয়ে উচ্ছ্বাস সাধারণ মানুষের মাঝে।