বান্দরবানের বিভিন্ন স্থান থেকে গাছের সুরক্ষায় প্রায় ১০ হাজার পেরেক অপসারণের টার্গেট নিয়ে প্রথম দিনে দুইটি বটগাছসহ বিভিন্ন প্রজাতির ১০টি গাছ থেকে ৩০০টি পেরেক তুলে মাসব্যাপী গাছের পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান বন বিভাগের আয়োজনে জেলা সদরের থানচি বাসস্ট্যান্ডের বটতলায় পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক।
এ সময় তিনি বটতলায় থাকা শতবর্ষী দুইটি বটগাছসহ প্রায় ১০টি বিভিন্ন প্রজাতির গাছে লাগানো সাইনবোর্ড অপসারণ করেন এবং প্রায় ৩০০টির মতো পেরেক তুলে ফেলেন।
তিনি বলেন, ‘আগামী মাসব্যাপী বান্দরবানে এই কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের পরম বন্ধু, আর এই বন্ধু আমাদের ফল দেয়, ছায়া দেয় আর জ্বালানি কাঠসহ বিভিন্নভাবে আমাদের নিয়মিত উপকার করে। আর তাই গাছকে রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।’
এ সময় বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা মো.আব্দুর রহমান, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.তহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এম এম শাহনেয়াজ, পরিবেশ অধিদফতর বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, সদর রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ হাওলাদার (টিটু), প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।