সারা দেশে খুন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার কার্যকর এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায় নিয়ে পত্যাগের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছে ‘এন্টি রেপ’ ইউনিট চট্টগ্রাম।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সড়কের একপাশ অবরোধ করে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।
এতে শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, সব শালারা বাটপার’, ‘ধর্ষকের চামড়া, তুলে নেবো আমরা’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘চাঁদাবাজদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
এন্টি রেপ ইউনিটের সদস্য মির্জা জাওয়াদ বলেন, ‘খুন, হত্যা, ধর্ষণের প্রতিবাদ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার কার্যকরের দাবিতে গত রবিবার সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি। সিএমপি কমিশনার ২৪ ঘণ্টা ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করবে বলে আশ্বস্ত করেছে। অথচ এরই মধ্যে সোমবার চান্দগাঁও এলাকায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। পরিস্থিতি উন্নতি না হওয়ায় বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।’
কর্মসূচির কারণে প্রেসক্লাবের সামনে সড়কের একপাশ বন্ধ রয়েছে। এ কারণে সড়কটিতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। দেশাত্মবোধক গান, স্লোগানের মধ্যে দিয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে।