ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বান্দরবা‌নের আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাব‌নিয়ার চারা বটতলী নামক স্থানে মোটরসাইকেল ও ডাম্পারের (মি‌নিট্রাক) সংঘর্ষে মোটরসাইকে‌লের ৩ আরোহীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। শ‌নিবার (১৮ জানুয়ারি) দুপু‌রে এ ঘটনা ঘ‌টে।

নিহ‌ত‌রা হলেন- আলীকদ‌মের বেলাল উদ্দিন (৩৫), সৈয়দ আকবর (৩৪) ও মিনহাজ (৩৫)।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, আলীকদম থে‌কে এক‌টি ডাম্পার (মি‌নিট্রাক) কক্সবাজা‌রের চক‌রিয়ায় যা‌চ্ছিল। অপর দি‌ক থে‌কে এক‌টি মোটরসাইকেল ৩ জন আরোহী নি‌য়ে আলীকদ‌মের দি‌কে আস‌ছিল। এ সময় তারাব‌নিয়ায় পৌঁছা‌লে ডাম্পার ও মোটরসাইকে‌লের মু‌খোমু‌খি সংঘর্ষ হ‌য়। এতে ঘটনাস্থ‌লে‌ই মোটরসাইকে‌লে থাকা ৩ আরোহীর মৃত‌্যু ঘটে।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জ‌হির উদ্দিন ব‌লেন, ‘ট্রাক এবং মোটরসাইকে‌লের মু‌খোমুখি সংঘ‌র্ষে ৩ জন নিহ‌তের খবর শু‌নে‌ছি। ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়েছে। ঘাতক ট্রাক‌টি আটক হ‌য়েছে।’