রাঙামাটির লংগদুতে অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙামাটির লংগদুতে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে কীভাবে ওই ব্যক্তি মারা গেছেন সে বিষয় কিছু জানাতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে লংগদু থানা পুলিশ উপজেলা সদরের কিচিংছড়া নামক স্থান থেকে এই লাশ উদ্ধার করে।

লংগদু থানা সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, সেখান থেকে বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ একটি লাশ তারা উদ্ধার করে। লাশের পরিচয় বা রাজনৈতিক পরিচয় পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি এবং কখন মারা গেছে সে বিষয়েও কোনও তথ্য জানাতে পারেনি।

লংগদু ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিক্রম চাকমা বলি বলেন, আমরা শুনেছি শিলছড়ি গ্রামের কিচিংছড়া এলাকায় একজন ইউপিডিএফ কর্মী মারা গেছেন। তবে কখন কীভাবে মারা গেছেন বা তার নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।’

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কিচিংছড়া নামক এলাকা থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছি। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’