গ্রামীণ ব্যাংকের নারী কর্মকর্তাকে অটোরিকশা থেকে ফেলে দিলো ছিনতাইকারীরা

চট্টগ্রামের বোয়ালখালীতে গ্রামীণ ব্যাংকের এক নারী কর্মকর্তাকে সিএনজিচালিত অটোরিকশা থেকে রাস্তায় ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আরাকান সড়কের আমতল এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ে ব্যর্থ হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

ভুক্তভোগী রুম্পা সাহা (২৭) উপজেলার গ্রামীণ ব্যাংক কধুরখীল শাখার কেন্দ্র ব্যবস্থাপক। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রণজিত সাহার মেয়ে। তাকে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বলেন, ‌‘দুপুরে কালুরঘাটে সাপ্তাহিক কেন্দ্রের কালেকশন (টাকা) শেষে রুম্পা কধুরখীলের কার্যালয়ে ফিরছিলেন। এ সময় তার ব্যাগে ৯০ হাজার টাকার মতো ছিল। কালুরঘাটে অটোরিকশায় ওঠেন। এরপর পেছনে আরও দুজন লোক ওঠে। একপর্যায়ে আমতল এলাকায় পৌঁছালে ব্যাগ ধরে টানাটানি শুরু করে ওই দুই লোক। পরে রুম্পা ব্যাগ ও মোবাইল বাইরে ছুড়ে ফেলেন। এ অবস্থায় চলন্ত অটোরিকশা থেকে রুম্পাকে ধাক্কা দিয়ে ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি আমরা।’

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা থেকে ফেলে দেওয়ার পর স্থানীয় লোকজন এসে রুম্পাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাগ ও মোবাইল কুড়িয়ে নেন। এরপর তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তিনি হাত-মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা জানান, দুপুরে রুম্পা নামের এক নারীকে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনও লিখিত কোনও অভিযোগ পাইনি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’