অধ্যক্ষ নিয়ে একই কলেজের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

কুমিল্লার দাউদকান্দিতে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদায়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলার করেছে- এমন অভিযোগ এনে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছুটিতে যান বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম।

ছুটি শেষে অধ্যক্ষ জসিম উদ্দিন আবার স্কুলে ফিরতে চাইলে তাতে বাধা দেন স্থানীয় কিছু লোকজনসহ শিক্ষার্থীদের একটি পক্ষ। আবার অধ্যক্ষ জসিম উদ্দিনকেও ফিরিয়ে আনতে চান শিক্ষার্থীদের একটি পক্ষ।

এ নিয়ে মঙ্গলবার সকালে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গ্রুপ। মারামারিতে বহিরাগতদের আক্রমণে শিক্ষার্থী আক্রান্ত হওয়ার ভিডিও ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় চার শিক্ষার্থী গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়েছেন বলেও জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক শিক্ষার্থী বলছেন, বিএনপির নেতাকর্মীরা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।

কুমিল্লা দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী জানান, বরকোটা স্কুল অ্যান্ড কলেজের ছুটিতে থাকা অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এই ঘটনায় একজনকে আহত অবস্থায় দেখেছি। তবে স্থানীয়রা জানিয়েছে, কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম জানান, দুই অধ্যক্ষ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সবাইকে নিয়ে বসতে হবে এই সমস্যার সমাধানে। আর কারা এই ঘটনা ঘটিয়েছে,  শিক্ষার্থীদের ওপর হামলা করেছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।