কোনও ষড়যন্ত্রকারী শক্তি নাই বিএনপিকে পরাজিত করবে: রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘ষড়যন্ত্র বন্ধ হয়নি, চলছে। আমরাও ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন যদি আদায় করতে না পারি, এত বড় বিজয় ধূলিসাৎ হয়ে যাবে।’

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আমি সবাইকে বলছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোনও ষড়যন্ত্রকারীর শক্তি নাই আমাদের পরাজিত করবে। কোনও ষড়যন্ত্রকারী শক্তি নাই বিএনপিকে পরাজিত করবে।’

বিএনপির এই নেত্রী বলেন, ‘আমরা সদ্য দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। অনেক রক্ত, অনেক লাশ, অনেক গুম হয়ে যাওয়া ভাই, অনেক গুম হয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছি। এমন কোনও দিন নেই যে আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয়নি। এমন কোনও দিন রাত নেই যে আমরা শান্তিতে এলাকায় ঘুমাতে ও থাকতে পেরেছি। কিন্তু সব জুলুমেরই শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছিল, যতদিন তারা বেঁচে থাকবে তারাই ক্ষমতা থাকবে। দেশের মানুষ তাদের জবাব দিয়েছেন।’

তিনি বলেন, ‘আমার পরিবার বলতে কিছু নেই। আমি আর আমার মা। আর ওপরে আল্লাহ। কিন্তু আজ আমার পরিবারের হাজার হাজার সদস্য এখানে উপস্থিত আছেন। আমি যতদিন বেঁচে থাকবো, আপনাদের ভালোবাসার ঋণ আমি শোধ করে যাবো। আজকে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, আমার জানাজা এবং কবর এই সরাইলের মাটিতেই হবে।’

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।