কক্সবাজারে গভীর রাতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারী নিহত

কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছোড়া গুলিতে ফরিদা ইয়াসমিন ছৈয়দা (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদা ওই এলাকার মৃত ছৈয়দ আহমদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে অবস্থানরত একটি গ্রুপ ফকিরাঘোনা এলাকার দখল নিতে বুধবার রাতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ফরিদা নিজ ঘরে গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলেই মারা যান।

নিহত ফরিদার ভাই ফরিদুল আলম বলেন, স্থানীয় তারেক বাহিনী এই এলাকায় আধিপত্য বিস্তার করতে তার অনুসারী রশিদের নেতৃত্বে ২০-৩০ লোক দিয়ে চারদিকে গুলি চালায়। এতে আমার বোন গুলিবিদ্ধ হয়ে মারা যান। সে প্রতিবন্ধী ছিল। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচারসহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কারা গুলি ছুড়েছিল, সেটি এখনও জানা যায়নি। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’