স্ত্রীকে হত্যার পর সাড়ে ৩ ঘণ্টা মাকে ছুরির মুখে জিম্মি করে রাখলেন সাবেক ছাত্রলীগ নেতা

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে বিউটি আক্তার (৩০) নামে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্ত্রীকে খুনের পর নিজের মাকে হত্যার ভয় দেখিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা ছুরি ধরে জিম্মি করে রাখেন।

ওই এলাকার জমির উদ্দিন চৌধুরী (৪৮) নামে এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত জমির উদ্দিনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কী কারণে স্ত্রীকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহান বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এরপর সে তার মাকে ছুরি ধরে ঘরের একটি কক্ষে জিম্মি করে রাখে। প্রায় সাড়ে তিন ঘণ্টা তার মাকে ছুরি ধরে জিম্মি করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নানা কৌশলে প্রথমে জিম্মি মাকে উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করা হয়। নিহতের স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।