মুসল্লিদের আন্দোলনের মুখে মীরসরাই মডেল মসজিদের খতিবের পদত্যাগ

চট্টগ্রামের মীরসরাই উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলা মডেল মসজিদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিনের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে, খতিব মাওলানা আরিফুল ইসলামের অপসারণের দাবিতে গত ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে মুসল্লিরা মানববন্ধন এবং ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন।

উপজেলা মডেল মসজিদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে খতিব মাওলানা আরিফুল ইসলাম পদত্যাগপত্র দিয়েছেন।’ তার পদত্যাগপত্র গ্রহণ করে চট্টগ্রাম জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশন বরাবর প্রতিবেদন পাঠানোর পাশাপাশি নতুন খতিব নিয়োগের উদ্যোগ নেবেন বলেও জানান তিনি।