তিন কাভার্ডভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল ১০ হাজার পিস চোরাই টি-শার্ট

চট্টগ্রামে তিন কাভার্ডভ্যানভর্তি টি-শার্ট উদ্ধার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকা থেকে কাভার্ডভ্যানবোঝাই এসব টি-শার্ট উদ্ধার করা হয়।

এ সময় তিন কাভার্ডভ্যানচালককে গ্রেফতার করা হয়। এরা হলেন মোশাররফ (২৪), মো. আজাদ (৩৬) ও মো. গণি (২৯)।

তিন কাভার্ডভ্যান থেকে এক হাজার ৯ কার্টনভর্তি ১০ হাজার ৯০ পিস টি-শার্টের চালান উদ্ধার করা হয়। ঢাকার গাজীপুরের একটি পোশাক কারখানা থেকে এসব টি-শার্ট চুরি হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি-পিআর) কাজী মো. তারেক আজিজ।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘গাজীপুর থেকে চুরি হওয়া এক হাজার ৯ কার্টনভর্তি ১০ হাজার ৯০ পিস টি-শার্টের একটি চালান উদ্ধার করা হয়েছে। এসব টি-শার্ট তিনটি কাভার্ডভ্যানে ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, গত ১৪ সেপ্টেম্বর গাজীপুরের ট্রপিক্যাল নিটেক্স বিডি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার ৯০ পিস টি-শার্ট একটি সংঘবদ্ধ চক্র চুরি করে নিয়ে যায়। পরে সেগুলো চট্টগ্রামের অক্সিজেন থেকে আতুরার ডিপোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে তিনটি কাভার্ডভ্যানভর্তি টি-শার্টসহ তিন চালককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’