বন্যায় মীরসরাইয়ের রাস্তাঘাট, সেতু ও কালভার্ট ভেঙে ক্ষতি ১৩০ কোটি

স্মরণকালের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, কৃষি, মৎস্য প্রকল্পের পাশাপাশি সড়ক, সেতু ও কালভার্টের ক্ষতির পরিমাণও কম নয়। এর আগে কখনও একসঙ্গে এত খাতে ক্ষতি সাধন হয়নি। পানি কমলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। বন্যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রায় ১৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মীরসরাই উপজেলা এলজিইডি প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, মীরসরাইয়ে সাম্প্রতিক বন্যায় ১৯০টি সড়ক, ৩০টি সেতু ও কালভার্টের ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর, করেরহাট ইউনিয়ন, ধুম ইউনিয়নের বেশ কয়েকটি সড়ক, ওচমানপুর ইউনিয়ন, ইছাখালী, কাটাছরা, দুর্গাপুর, মিঠানালা ইউনিয়ন, মুহুরী প্রজেক্ট ও জোরারগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সড়ক। অধিকাংশ গ্রামীণ সড়ক পানিতে ডুবে যাওয়ায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। অনেক সড়ক পানির স্রোতে তলিয়ে গেছে।

উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তে পড়ে বিকল হচ্ছে বিভিন্ন যানবাহন। দুর্ভোগে পড়েছে ওই সড়কে চলাচলকারীরা।

উপজেলার করেরহাট ইউনিয়নের সরকার তালুক গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘স্মরণকালের ভয়াবহ বন্যায় করেরহাট এলাকার প্রায় সব সড়ক নষ্ট হয়ে গেছে। বারইয়ারহাট-রামগড় সড়কের অবস্থাও করুণ। ১০ মিনিটের পথ এখন সময় লাগে ৪০ মিনিট।’

উপজেলা প্রকৌশলী রনি সাহা বলেন, ‘গত ২১ আগস্ট থেকে টানা সাত দিনের বন্যায় মীরসরাইয়ে ১৯০টি সড়ক, ৩০টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৩০ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য তালিকা করে আমরা মন্ত্রণালয়ে পাঠাবো।’