খাগড়াছড়ির রামগড় থানার পাতাছড়া ইউনিয়নের রাজারঘাট গ্রামে গত ২২ আগস্ট রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারী। সোমবার (২৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রামগড় শাখার আয়োজনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রামগড় শাখার সভাপতি গুলমনি চাকমা।
লিখিত বক্তব্যে অবিলম্বে ধর্ষক ও তাদের সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এ ছাড়া গ্রামের মুরুব্বিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত, ভবিষ্যতে যাতে কোনও নারী ধর্ষণের শিকার না হয় তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, ইতঃপূর্বে সংগঠিত সকল ধর্ষণের বিচার, পার্বত্য চট্টগ্রামসহ সকল এলাকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত ও বিচারের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনকে যুক্ত করার দাবিও জানানো হয়।