গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘বাড়ি করলে, ভেতরের একটা অংশ খালি রাখতে হবে। যেখানে আপনি গাছ লাগাবেন। গাছ না লাগালেও আপনি বাগান করবেন। এই নির্দেশনা খুব দ্রুতই জেলা পর্যায়ে চলে আসবে। আপনি (জনগণ) এই বিধান না মানলে, আমরা (সরকার) আপনাকে বাড়ি করতে দেবো না। সেটা পর্যায়ক্রমে গ্রামেও চলে আসবে।’
মঙ্গলবার (৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে নয় দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান তার সময়ে শত শত বছরের পুরনো গাছ কেটে ধ্বংস করেছেন। জিয়াউর রহমানরা যারা ক্ষমতায় আসে, তারা ক্ষমতার জন্য গাছ কাটে। আমরা ক্ষমতার জন্য নয়, মানুষের দীর্ঘায়ুর জন্য গাছ লাগাই।’
তিনি বলেন, ‘গাছ লাগানোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌক্তিকভাবে এবং যুগোপযোগী আন্দোলন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। সেই আন্দোলনকে জোরদার করার আহ্বান জানাই।’
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন। এর আগে মন্ত্রী বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাখাওয়াত হোসেন, কুমিল্লা সামাজিক বন বিভাগের কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুশান্ত সাহা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।