ইভিএমে ‘ভোটের নিয়ম’ বুঝতেই যাচ্ছে সময়, বাইরে দীর্ঘ লাইন

টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে ধীরগতি দেখা গেছে। ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক ভোটার উপস্থিতি থাকলেও ধীরগতির কারণে ভোট গ্রহণে বিলম্ব হচ্ছে। এতে ভোটারদের লাইন আরও দীর্ঘ হচ্ছে। বিশেষ করে নারীদের।

বুধবার (২৯ মে) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত টেকনাফ সদরের লেঙ্গুরবিল এমদাদিয়া মাদ্রাসা, টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়, চৌধুরীর পাড়া হাজী ইসলাম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের অনেক বড় লাইন।

এসব কেন্দ্রে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইভিএমে ভোট দেওয়ার নিয়ম বুঝতে তাদের সমস্যা হচ্ছে। কীভাবে ইভিএমে ভোট দিতে হয় তা তারা জানেন না।

এ বিষয়ে লেঙ্গুরবিল এমদাদিয়া মাদ্রাসার প্রিসাইডিং অফিসার বেলাল উদ্দিন, ‘এই এলাকার অধিকাংশ মানুষ নিরক্ষর। ইভিএমে কীভাবে ভোট দিতে হয় তা বুঝতে তাদের সমস্যা হচ্ছে। আমরা নিয়ম বুঝিয়ে দিচ্ছি। এই কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ৫০০ ভোট পড়েছে।’

ওই কেন্দ্রের ভোটার জাবেদ হোসেন বলেন, ‘এক ঘণ্টার বেশি অপেক্ষার পর ভোট দিতে পেরেছি। আমার ভোট দিতে পাঁচ মিনিট লাগছে। তবে নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে।’

কেন্দ্রের বাইরে নারী ভোটারদের লম্বা লাইন

এদিকে, চৌধুরীর পাড়া হাজী ইসলাম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১টা পর্যন্ত ১০০টি ভোট পড়েছে বলে জানা গেছে। এখানে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৯৪। এখানে ৯টি বুথের প্রতিটিতে শতাধিক ভোটারের সারি দেখা গেছে।

কেন্দ্রে প্রিসাইডিং অফিসার রবিউল হোছাইন বলেন, ‘চার ঘণ্টায় ৯টি বুথে মাত্র ২০ শতাংশ ভোট পড়েছে। এখানে মোট ভোটার দুই হাজার ৪৯৪ জন। ইভিএমের কারণে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে।’

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘ইভিএম কিছু ক্ষেত্রে নন-ফাংশনাল থাকে। হয়তো কাজ করতে পারে না, কিন্তু ট্রাবলশুট করার সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়। মেশিন কখনও কাজ না করলে আমাদের কারিগরি লোক আছেন। তারা ৫-১০ মিনিটের মধ্যে সেটা ঠিক করে দিচ্ছেন। অনেকসময় ভোটারদের অজ্ঞতার কারণে বেশি সময় লাগছে।’

এদিকে, টেকনাফ উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৯৪ জন ও নারী ভোটার ৮৭ হাজার ৫৬৩ জন। ৬০টি কেন্দ্রে উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশনার।