তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারালেন এক বাংলাদেশি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমে মাইন বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজন কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩৩/৩৪ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নবী হোসেন প্রকাশ সোনা মিয়ার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্বজনেরা। আহত অপরজনের নাম আবু তাহের। দুজনেই ঘুমধুম এলাকার বাসিন্দা।

আহতদের স্বজনেরা জানান, রাত সাড়ে ৭টার দিকে সীমান্তের পশ্চিমকূল নামক জায়গায় এই বিস্ফোরণ ঘটে। এতে আরও তিন জন নিখোঁজের তথ্য দেন তারা। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে বলেন, ‘মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তবে কেউ নিখোঁজের তথ্য নেই।’

এ বিষয়ে ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, ‘ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে দুজন বাংলাদেশি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছেন স্থানীয়রা।’