দ্বিতীয় ধাপের ভোটে কুমিল্লার দুই উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রে তেমন কোনও ভোটার চোখে পড়ছে না।
মঙ্গলবার (২১ মে) সকালে বরুড়ার মুড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রে কোনও ভোটার সারি নেই। নয়টি বুথে ভোটগ্রহণ চলছে। ভোটার সারিতে চারটি কুকুর। কুকুর দেখে হাসাহাসি করছেন কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. হেদায়েত উদ্দিন জানান, এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৫০০। সকাল ১০টা পর্যন্ত এখানে ১৩২টি ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
লক্ষ্মীপুর ইউনিয়নের পাঁচথুবি কেন্দ্রে গিয়ে ভোটারশূন্য দেখা গেছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, কেন্দ্রের ভোটার এক হাজার ৭২০ জন। আড়াই ঘণ্টায় পড়েছে প্রায় ২০০ ভোট।