বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রাঘাতে মা-ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (৫ মে) ভোর ৫টায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে বজ্রাঘাতে তাদের ঘরে আগুন ধরে যায়। ঘরে ঘুমন্ত মা-ছেলে পুড়ে মারা যান।

মারা যাওয়া মা-ছেলে হলেন- হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে।

মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, বজ্রাঘাতে টিনের ঘরে আগুন লেগে ভেতরে থাকা মা-ছেলে পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনার স্বামী গাড়িচালক ছাদেক আলী বাড়িতে ছিলেন না।

দীঘিনালা থানার ওসি নুরুল হক জানান, লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।