তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু

তীব্র গরমে কক্সবাজারের পেকুয়ায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর মেহেরনামা তেলিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দিনমজুর মোহাম্মদ কালু (৫০) একই এলাকার মৃত নাগু মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনমজুর মোহাম্মদ কালু সকালে প্রতিবেশী গিয়াস উদ্দিনের বাড়িতে খড়ের কাজ করছিলেন। এ সময় গরমে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, কালু নামের ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। পরিবারের সদস্যরা যে বর্ণনা দিয়েছেন এতে তিনি হিট স্ট্রোকে মারা গেছেন বলে মনে হয়েছে।