খতনা করতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের পর এবার সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে খতনা করার সময় এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে অভিযুক্ত খতনাকারী মামুনকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বিকেলে নদনা ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। 

আটক মামুন জেলার সুবর্ণচর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। ভুক্তভোগী শিশু নদনা ইউনিয়নে বাসিন্দা।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সোনাইমুড়ীর বিভিন্ন স্থানে হেঁটে হেঁটে শিশুদের খতনা করেন মামুন। বৃহস্পতিবার বিকালে শিশুটিকে খতনা করার জন্য তাকে খবর দেওয়া হয়। পরে ওই বাড়িতে এসে খুর দিয়ে খতনার কাজ শুরু করেন। এ সময় শিশুটির পুরুষাঙ্গের কিছু অংশ কেটে কেটে ফেলেন। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তানভীর হায়দার জানান, হাজাম খতনা করতে গিয়ে ওই শিশুর পুরুষাঙ্গের সামনের অংশ কেটে ফেলেন। এখানে লিঙ্গের কাটা অংশ ফ্রিজআপ করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।