খাগড়াছড়িতে একজন গুলিবিদ্ধ, আরেকজনকে অপহরণ

খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে একজন আহত হয়েছে। এই ঘটনায় আরেকজনকে অপহরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

এই ঘটনায় পানছড়ি উপজেলা হেডম্যানটিলা এলাকার নাসির (৩০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং অপর এক ব্যক্তিকে অপহরণ করে সন্ত্রাসীরা নিয়ে যাওয়ার অভিযোগ উঠলেও তার নাম পরিচয় জানা যায়নি।

গুলিতে আহত নাসিরকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পানছড়ি থানার ওসি শফিউল আজম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।