গ্রাহকের ৯০ লাখ টাকা আত্মসাৎ: ইস্টার্ন ব্যাংকের সাবেক ম্যানেজারের ১২ বছর কারাদণ্ড

জালিয়াতির মাধ্যমে গ্রাহকের ৯০ লাখ টাকা আত্মসাতের দায়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সাবেক এক কর্মকর্তাকে ১২ বছর তিন মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক কোটি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. ইফতেখারুল কবির ইস্টার্ন ব্যাংকের নিজাম রোড শাখার প্রায়োরিটি ম্যানেজার ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আসামি ইফতেখারুল কবিরকে ১২ বছর তিন মাস কারাদণ্ড ও এক কোটি পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অর্থ অনাদায়ে আরও এক বছর তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় ইফতেখারুল আদালতে উপস্থিত ছিলেন। পরে কারাগারে পাঠানো হয়।’

আদালত সূত্র জানায়, ইস্টার্ন ব্যাংক নিজাম রোড শাখার এক গ্রাহকের ৯০ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন ইফতেখারুল কবির। এ ঘটনায় দুদক-১-এর সাবেক উপসহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে মামলা করেন। মামলায় ছয় সাক্ষীর মধ্যে পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন আদালত।