এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে ইসির মামলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচিত সংসদ সংসদ মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (চতুর্থ) মো. সালাউদ্দিনের আদালতে মামলাটি করা হয়। 

আদালত মামলাটি আমলে নিয়ে আসামি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ রয়েছে। মামলাটি করেন ডবলমুরিং থানার নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ মোস্তফা কামাল। বাদীপক্ষের আইনজীবী মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

মামলার এজাহারে বলা হয়, গত ২২ ডিসেম্বর জুমার নামাজের আগে চট্টগ্রাম-১০ আসনের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে এক হাজার টাকা করে প্রদান করেন। একইভাবে মাদানি মসজিদে এক লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। যা খুতবার আগে ইমাম মুসল্লিদের অবহিত করেছেন। একইভাবে তিনি গত ২৪ ডিসেম্বর লালখান বাজারে তার প্রধান নির্বাচনি কার্যালয় থেকে চট্টগ্রাম-১০ আসনে অবস্থিত মসজিদগুলোর ইমাম-মুয়াজ্জিনকে ৬০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেছেন বলে এই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

এছাড়া গত ২২ ডিসেম্বর ২৬ নম্বর ওয়ার্ড, সিটি করপোরেশনের অধীন আব্বাস পাড়া জামে মসজিদে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন উপস্থিত থেকে ২০-২৫টি মসজিদের অনুকূলে এক লাখ টাকা করে, গত ২৩ ডিসেম্বর মধ্যম রামপুর ২৫ নম্বর ওয়ার্ডের অধীন নতুন বাজার জামে মসজিদে তার পক্ষে দেলোয়ার হোসেন খোকা ৫২ হাজার টাকা করে ২১টি মসজিদ ও মন্দিরের প্রতিনিধির মাঝে অনুদানের চেক বিতরণ করেন বলে নির্বাচন অনুসন্ধান কমিটি জানতে পারে। 

বাদীপক্ষের আইনজীবী জাহেদুল ইসলাম বলেন, চেক বিতরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর বিধি-৩ ধারার লঙ্ঘন হয়েছে। এ কারণে আদালত বাদীর মামলাটি গ্রহণ করেছেন।  আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মহিউদ্দিন বাচ্চু।